
ছবি: সংগৃহীত
অসংখ্য লোক পুড়ছে দেখ
বেকারত্বের অভিশাপে,
সংগোপনে অশ্রু ফেলে
দিবস কাটায় পরিতাপে।
পায় না তারা কূল কিনারা
নানান চিন্তায় বিভোর থেকে,
আপন জনও মুখটা লুকায়
বেকারত্বের দশা দেখে।
উঠতে বসতে কতো মানুষ
মন ভেঙে দেয় অন্তরালে,
বেকার ব্যক্তিই জানে শুধু
জীবন কাটে কেমন হালে!
পরিবার আর সমাজ বলো
সবার কাছেই হয় সে বোঝা
তাদের প্রতি সহায় হয়ে
বিষাদ জীবন করো সোজা।
বড়ো হওয়ার স্বপ্ন দেখাও
আগলে রেখে তোমার মাঝে,
সে-ও একদিন সফল হবে
থাকবে না আর অলস কাজে।
লেখক: কারিমা বিনতে আ: রাজ্জাক
শিক্ষার্থী, কামিল(এম. এ ১ম বর্ষ)
সাগরদী ইসলামীয়া কামিল মাদ্রাসা, বরিশাল।
ফারুক