
ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘এই নৃশংস হামলার সঙ্গে জড়িত চরমপন্থী মানসিকতার ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তি নিশ্চিত করা উচিত। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।’’
একইসঙ্গে, খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যা করার ঘটনাতেও উদ্বেগ জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘সাম্প্রতিক ঘটনাগুলোতে স্পষ্ট, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এর দায় তারা এড়াতে পারবে না।’’
আবির