ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন

প্রকাশিত: ১২:৫৮, ১২ জুলাই ২০২৫

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে দিনদুপুরে পাথর দিয়ে নৃশংসভাবে ব্যবসায়ী ও যুবদলকর্মী মোহাম্মদ সোহাগকে হত্যার ঘটনায় তিনটি সংগঠনের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে সংগঠনের পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দ্রুত গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ার দাবি জানানো হয়েছে।

আজ শনিবার আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “বর্তমান দেশে আইনশৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌঁছেছে। মোহাম্মদ সোহাগকে যেভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, তা বর্বরতার নজির।”

তিনি আরও বলেন, “এই নিষ্ঠুরতা শুধু সংগঠনের নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমরা এই ঘটনা প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মুন্না জানান, ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের একটি তালিকা হাতে পাওয়ার পর, তাদের মধ্যে তিন সংগঠনের পাঁচজনকে দল থেকে চিহ্নিত করে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আবির

×