ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

‘৫ আগস্টের পূর্বে মিডিয়া ছিল শেখ হাসিনার, ৫ আগস্টের পর মিডিয়া হয়ে গেছে বিএনপির’

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥

প্রকাশিত: ২০:২৬, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৭, ১২ জুলাই ২০২৫

‘৫ আগস্টের পূর্বে মিডিয়া ছিল শেখ হাসিনার, ৫ আগস্টের পর মিডিয়া হয়ে গেছে বিএনপির’

৫ আগস্টের আগে দেশের গণমাধ্যম ছিল শেখ হাসিনা সরকারের নিয়ন্ত্রণে, আর পরে হয়ে গেছে বিএনপির—এমন অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দীর্ঘ প্রায় এক বছরেও "জুলাই সনদ" ঘোষণা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলার মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মালিহা বলেন, “৫ আগস্টের পূর্বে মিডিয়া ছিল শেখ হাসিনা সরকারের। ৫ আগস্টের পর মিডিয়া হয়ে গেছে বিএনপির। হাজার হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধিকার অর্জন করেছি। কেউ যদি সেই অর্জন বিকৃত করতে চায়, আমরা তাকে ছাড় দেব না।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যদি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে তারা ভুল করবে। ছাত্র জনতা বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

ছলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ঘটানো পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”

এসময় ‘জুলাই সনদ’ ঘোষণায় বিলম্বের জন্য ছাত্র উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর প্রতিশ্রুতি ছিল এক মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। অথচ এক বছর হয়ে গেলেও এখনো তা ঘোষণা হয়নি। এটি ছাত্র প্রতিনিধিদের চরম ব্যর্থতা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খান আকিব, আলবি সরকার, কারিম আহসান, ছাত্র প্রতিনিধি আশরাফ সামি ও জোয়েল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নুসরাত

×