
ছবি: সংগৃহীত
নির্বাচিত সরকার না থাকার কারণেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “নির্বাচনহীন পরিবেশের সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ অবস্থার জন্য দায়ী সরকারকেই জবাবদিহি করতে হবে।”
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বিএনপি কোনদিনও অন্যায়কারীদের সমর্থন করেনি, করবেও না। যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে দল।”
এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী জানান, দলের মধ্যে বিশৃঙ্খলা রোধে ইতোমধ্যেই প্রায় ছয় হাজার থেকে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বিএনপি জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত প্রায় ৬,৫০০ থেকে ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। কেউ ছাড় পাননি—এটাই বিএনপির সাংগঠনিক দৃঢ়তা ও কৃতিত্ব।”
মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না।”
তিনি আরও দাবি করেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আর সরকার জনগণের আস্থা হারিয়ে অপশাসনের চরম পর্যায়ে পৌঁছেছে।
Mily