ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রাজনীতি

সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে

সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন আয়োজন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।  বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়ও বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না।  বিবিসিকে দেওয়া এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না।   জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কি না এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি আমরা। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা।

রাজনীতি বিভাগের সব খবর