ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে: সরওয়ার জামাল

ইমরানুল হক, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:২৬, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৮, ১৮ জুলাই ২০২৫

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে: সরওয়ার জামাল

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে।

শুক্রবার (১৮ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার জামাল বলেন, ‘চক্রান্তকারীরা আবারও সক্রিয় হয়েছে। জিয়াউর রহমান জীবন বাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি তিনি সে ঘোষণা না দিতেন, তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।’

তিনি আরও বলেন, ‘যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই এখন প্রতিপক্ষ হতে চাইছে। কিছু ভাইয়ের সঙ্গে আঁতাত করে দেশকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, তবে তা সফল হবে না। অতীতেও যেমন স্বৈরাচারীদের বিরুদ্ধে ছাত্রসমাজ ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয় এসেছিল, এবারও জনগণ নতুন কোনো নৈরাজ্য মেনে নেবে না।’

সরওয়ার জামাল বলেন, ‘দেশের যত উন্নয়ন হয়েছে, তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে চান। সামনে কঠিন নির্বাচন আসছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্ত করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দীন চৌধুরী। যৌথ সঞ্চালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, নুরুল আমিন ও ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজমি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন খান। বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি ডা. জি. এম. এনামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, সাবেক এমপি পুত্র শাহীন জামাল, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, আখতার নবী চৌধুরী, মো. আলমগীর, ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মো. ফারুক, ফরিদুল আলম, আহমদ নুর, অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যুবদল নেতা আবু তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়।

রাকিব

×