ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পেহেলগাম হামলার দায়ে TRF-কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১২:০৭, ১৮ জুলাই ২০২৫

পেহেলগাম হামলার দায়ে TRF-কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) সহযোগী ‘The Resistance Front (TRF)’ কে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। এপ্রিলের ২২ তারিখ ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করার পর এই ঘোষণা আসে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন, যা ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতের মাটিতে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “TRF শুধুমাত্র LeT-এর একটি ছদ্মবেশী রূপই নয়, বরং ভারতের বেসামরিক জনগণ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার সাথে সরাসরি জড়িত।” 

TRF এবং এর বিভিন্ন ছদ্মনামকে এখন LeT-এর FTO (Foreign Terrorist Organization) এবং SDGT (Specially Designated Global Terrorist) তালিকায় যুক্ত করা হয়েছে। এ ঘোষণার ফলে TRF এর সাথে জড়িত সমস্ত আর্থিক লেনদেন, আন্তর্জাতিক ভ্রমণ এবং সম্পদ হস্তান্তরের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর এক বৈঠকে বলেন, “জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা- এই তিনটি সমস্যা সবসময় একসাথে চলে। পেহেলগাম হামলা ভারতের পর্যটন অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্যই চালানো হয়েছে।” তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দার কথা উল্লেখ করে বলেন, “অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারত বদ্ধপরিকর, এবং আমরা তা করে চলেছি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সন্ত্রাসবিরোধী কূটনীতির একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক মহলে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনগুলোর আসল চেহারা উন্মোচিত হওয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ের গতি আরও বাড়বে।

মুমু ২

×