ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রিফাত রশীদ

প্রিয় ফাইয়াজ, ভালোবাসা নিস, শ্রদ্ধা নিস, আল্লাহ জান্নাতবাসী করুক

প্রকাশিত: ১৬:০৫, ১৮ জুলাই ২০২৫

প্রিয় ফাইয়াজ, ভালোবাসা নিস, শ্রদ্ধা নিস, আল্লাহ জান্নাতবাসী করুক

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগময় স্মৃতিচারণায় লিখেছেন শহীদ ফারহান ফাইয়াজের বন্ধুদের সাথে সাক্ষাতের কথা।

মোহাম্মদপুরে একটি মিটিং চলাকালে ফারহানের কয়েকজন বন্ধু উপস্থিত হয়ে তাকে শহীদ হওয়ার মুহূর্তের বর্ণনা দেন, যা শুনে শুধু তিনিই নন— পুরো ঘরজুড়ে উপস্থিত সকলে অশ্রুসজল হয়ে পড়েন।

রিফাত লেখেন,


“সংগঠক হিসেবে আমার প্রথম জোন ঢাকার মোহাম্মদপুর। সেখানে যখন মিটিং করতেছিলাম, কয়েকটা ছেলে আসে যারা রেসিডেন্সিয়ালের ফারহান ফাইয়াজের বন্ধু। ফারহান শহীদ হওয়ার সময় ছেলেগুলো ওর সাথেই ছিলো। কী অদ্ভুত মায়া দিয়ে ফারহান ফাইয়াজের শহীদ হওয়ার পুরো ঘটনাটা বলেছিলো ওর বন্ধুটা। পুরো ঘটনাটা আমি মাথা নিচু করে শুনছিলাম আর কান্না করছিলাম। বলা শেষ হলে মাথা তুলে দেখি, পুরো রুমে বসে থাকা সবার চোখে পানি।”

 

তিনি আরও জানান, এমন গল্পের মুখোমুখি হলে নিজেকে খুব ছোট মনে হয়। দেশের জন্য কিছু না করতে পারার বেদনা তাকে তাড়িয়ে বেড়ায়। রিফাত লিখেন -

“এই গল্পগুলো শুনলে নিজেরে খুব ছোট লাগে, দেশের জন্য শহীদ হতে না পারার জন্য কিছু করতে না পারার জন্য আফসোস লাগে। প্রিয় ফাইয়াজ, ভালোবাসা নিস, শ্রদ্ধা নিস। আল্লাহ জান্নাতবাসী করুক।”

ফারহান ফাইয়াজ ছিলেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী, যিনি গত বছর আলোচিত ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ রয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে ছাত্রসমাজে গভীর প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

সানজানা

×