ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিবার দেনায় জর্জরিত! স্ত্রীর আয়ে চলছে জাস্টিনের বিলাসবহুল জীবন?

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ জুলাই ২০২৫

বিবার দেনায় জর্জরিত! স্ত্রীর আয়ে চলছে জাস্টিনের বিলাসবহুল জীবন?

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার এখন আর্থিক সংকটে পড়েছেন। জানা গেছে, সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৬ কোটি ১৯ লাখ টাকা) ঋণ এখনো তিনি পরিশোধ করতে পারেননি। টিএমজেডের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে স্ত্রী হেইলি বিবারের আয়েই চলছে তাদের সংসার।

আর্থিক সংকটের কারণ

২০২২ সালে এক বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার পর বিবার তার ‘জাস্টিস ট্যুর’ সহ সব ধরনের কনসার্ট বাতিল করতে বাধ্য হন। এর ফলে তার প্রায় ২৬ মিলিয়ন ডলার লোকসান হয়। সেই সময় স্কুটার ব্রন তার কোম্পানি থেকে বিবারকে এই আর্থিক সহায়তা দেন।

বাকি দেনা এবং সমাধান

ওই ২৬ মিলিয়ন ডলার ছাড়াও, স্কুটার ব্রনের কাছে আরও ১১ মিলিয়ন ডলার কমিশন পাওনা ছিল। এর অর্ধেক পরিশোধ করতে সম্মত হন বিবার। অতিরিক্ত ৮ মিলিয়ন ডলারের আরেকটি কমিশনও শেষ পর্যন্ত ব্রন মাফ করে দেন। সব মিলিয়ে, বিবারকে এখন প্রায় ৩১.৫ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।

এই দেনা মেটাতে বিবার এখন হেইলির কসমেটিক ব্র্যান্ড ‘রোড’-এর সাম্প্রতিক বিলিয়ন ডলারের চুক্তির দিকেই তাকিয়ে আছেন। অনেকেই বলছেন, এই আর্থিক পরিস্থিতি থেকে বের হতে হেইলির ব্র্যান্ডের সাফল্যই এখন তার একমাত্র ভরসা।

 

রাজু

×