ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গুজবের জবাবে মুখ খুলল হোয়াইট হাউস

হাতে কালশিটে, পায়ে ফোলাভাব—কী রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প?

প্রকাশিত: ২২:১১, ১৮ জুলাই ২০২৫

হাতে কালশিটে, পায়ে ফোলাভাব—কী রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প?

ছবি: সংগৃহীত।

শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে তার ডান হাতে কালশিটে দাগ ও পায়ে ফোলাভাব দেখা যাওয়ার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) হোয়াইট হাউস প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড জানান, প্রেসিডেন্টের শারীরিক সমস্যা গুরুতর কিছু নয়।

প্রেসিডেন্টের চিকিৎসক ইউএস নেভি অফিসার সন বারবার বেলার স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, ট্রাম্পের পায়ে ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ ধরা পড়েছে, যা বয়স্কদের মধ্যে সাধারণ একটি শিরাজনিত সমস্যা। এছাড়া হাতে কালশিটে দাগের কারণ হিসেবে বলা হয়েছে—ঘন ঘন হ্যান্ডশেক এবং অস্পিরিন ব্যবহারের ফলে নরম টিস্যুতে চাপ পড়েছে।

চিকিৎসক আরও জানান, আল্ট্রাসাউন্ডসহ একাধিক পরীক্ষায় ট্রাম্পের শরীরে ডিপ ভেইন থ্রোম্বোসিস, হৃদরোগ বা কিডনির কোনো জটিলতা পাওয়া যায়নি।

এ বিষয়ে লেভিড বলেন, প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন এবং কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না। ট্রাম্পের স্বাস্থ্য ভালো আছে বলেও চিকিৎসক নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এই শারীরিক অবস্থা জীবনঝুঁকি নয়, বরং জীবনমানের সঙ্গে সম্পর্কযুক্ত। চিকিৎসায় সাধারণত কমপ্রেশন স্টকিংস এবং পা উঁচু করে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।

এর আগে গত ১১ এপ্রিল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ট্রাম্পের পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা হয়, যেখানে তার হৃদস্পন্দনসহ সামগ্রিক স্বাস্থ্যকে স্বাভাবিক ঘোষণা করা হয়।

নুসরাত

×