ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

স্কুলের টিফিন টাইমে হঠাৎ অজ্ঞান, তারপরই মৃত্যু—হার্ট অ্যাটাকে প্রাণ গেল ৯ বছরের শিশুরও!

প্রকাশিত: ২২:৫৭, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫৮, ১৮ জুলাই ২০২৫

স্কুলের টিফিন টাইমে হঠাৎ অজ্ঞান, তারপরই মৃত্যু—হার্ট অ্যাটাকে প্রাণ গেল ৯ বছরের শিশুরও!

ছবিঃ সংগৃহীত

স্কুলের টিফিন টাইমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল মাত্র ৯ বছরের এক ছাত্রী। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না রাজস্থানের প্রাচী কুমাওয়াতকে। হৃদরোগেই প্রাণ হারাল এই চতুর্থ শ্রেণির বালিকা। শিশুকন্যার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকর জেলার দান্তা টাউনের আদর্শ বিদ্যা মন্দির স্কুলে।

গত মঙ্গলবার (১৫ জুলাই) সকালে অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল প্রাচী। দিনভর সুস্থ ছিল সে। কিন্তু হঠাৎ টিফিন টাইমে নিজের টিফিন বক্সের ওপরেই ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায় সে। এরপর আর জ্ঞান ফেরেনি।

বিদ্যালয়ের শিক্ষকরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তাকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। চিকিৎসক ডা. সুভাষ ভার্মা জানান, হাসপাতালে পৌঁছানোর সময় প্রাচীর রক্তচাপ একেবারে পড়ে গিয়েছিল, নাড়ির স্পন্দন ছিল না এবং শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছিল। তাকে সিপিআর, অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিকরের একটি বড় হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি।

বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দকিশোর তিওয়ারি জানিয়েছেন, প্রাচী সামান্য সর্দি-কাশির কারণে দু-তিন দিন স্কুলে অনুপস্থিত ছিল। সোমবার স্কুলে ফিরে সকালের প্রার্থনা ও সভায় অংশ নেয়। কিন্তু দুপুরের খাবার সময় আচমকা এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকরা আশঙ্কা করছেন, প্রাচীর জন্মগত কোনো হৃদরোগ থাকতে পারে যা আগে ধরা পড়েনি। যদিও মেয়েটির পরিবার জানিয়েছে, এর আগে তার কোনো বড় ধরনের শারীরিক সমস্যা ছিল না।

মেয়েটির ময়নাতদন্ত না করানোয় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি, তবে চিকিৎসকদের মতে তার শরীরের প্রতিক্রিয়া হার্ট অ্যাটাকের দিকেই ইঙ্গিত করে।

৯ বছরের এক নিষ্পাপ প্রাণের এমন করুণ বিদায় পুরো দান্তা টাউনজুড়ে শোকের ছায়া ফেলেছে। এ ঘটনায় হৃদরোগজনিত শিশুমৃত্যু নিয়ে সচেতনতা ও আগাম স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

সূত্রঃ এবিপি আনন্দ

ইমরান

×