ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দক্ষিণ সিরিয়ায় সহিংসতায় নিহত প্রায় ৬০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৮ জুলাই ২০২৫

দক্ষিণ সিরিয়ায় সহিংসতায় নিহত প্রায় ৬০০

সংঘাত শত শত বেদুইনকে বাস্তুচ্যুত করেছে

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সা¤প্রতিক সা¤প্রদায়িক সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটিতে সংঘাত-সংঘর্ষ পর্যবেক্ষণ করা একটি সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক এ সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস (এসওএইচআর) রবিবার থেকে সুয়েইদা প্রদেশে ছড়িয়ে পড়া বিস্তৃত সহিংসতায় সংঘটিত হত্যাকাÐগুলোতে নজিরবিহীন বর্বরতা নথিভুক্ত করেছে বলে জানিয়েছে বিবিসি।
সংখ্যালঘু দ্রæজ স¤প্রদায়ের ৩০০ জনকে হত্যা করা হয়েছে, এদের মধ্যে ১৪৫ জন যোদ্ধা, বাকিরা বেসামরিক। এদের মধ্যে ৮৩ জনকে সিরিয়ার সরকারি বাহিনী ‘নির্বিচারে হত্যা’ করেছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে এসএওএইচআর। সরকারি বাহিনীর ২৫৭ জন ও ১৮ বেদুইন যোদ্ধাও নিহত হয়েছে। তিন বেসামরিক বেদুইনকে দ্রæজ যোদ্ধারা মেরে ফেলেছে, বলেছে তারা। বেদুইন আর দ্রæজ স¤প্রদায়ের মধ্যে বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত হয়। এদিকে সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রæস বলেছেন, ‘আমরা ইসরাইলের সা¤প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট মোকাবিলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল ও সিরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের ক‚টনৈতিক আলোচনা চালাচ্ছি।’

প্যানেল মজি

×