ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জুলাই আন্দোলনের ভয়াবহ মুহূর্তের ভিডিও শেয়ার করলেন শহিদুল আলম

প্রকাশিত: ০০:৫০, ১৯ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনের ভয়াবহ মুহূর্তের ভিডিও শেয়ার করলেন শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম ১৯ জুলাই তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক বিভীষিকাময় ভিডিও পোস্ট করেছেন, যা ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল রাজপথের স্মৃতি।

ভিডিওতে দেখা যায়, আন্দোলনের সময় পুলিশের একটি জিপ পিছন থেকে যাত্রীসহ দুটি রিকশাকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং মুহূর্তেই দ্রুতগতিতে পালিয়ে যায়। হৃদয়বিদারক এ দৃশ্যের পরপরই উত্তেজিত জনতা স্থানীয় থানার দিকে রওনা হয়ে ভাঙচুর শুরু করে বলে ভিডিওতে ধারণ করা চিত্রে বোঝা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই আন্দোলন ঘিরে বহু আলোচিত-সমালোচিত ঘটনার মধ্যে এটি আবারও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক।

আফরোজা

×