২০২৫ সাল। পৃথিবী অনেকটাই আগের জায়গা পেরিয়ে এসেছে, কিন্তু কোভিড-১৯ এখনও তার অনিশ্চিত রূপে আমাদের সামনে হাজির হচ্ছে। যখনই মনে হয় এটি হয়তো অতীত হয়ে গেছে, তখনই আরেকটি নতুন ভ্যারিয়েন্ট উদ্ভব ঘটায় আরও সংক্রামক, আরও জটিল, এবং শনাক্ত করাও কঠিন। ভারতসহ বিভিন্ন দেশে আবারও কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে, যার পেছনে রয়েছে ওমিক্রনের একটি নতুন সাব-লাইনেজ। যদিও এর উপসর্গ তুলনামূলকভাবে মৃদু, কিন্তু পরিস্থিতি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।