
ছবি: সংগৃহীত
সকালের শুরুটা যেমন হবে, সারা দিনের গতি প্রকৃতি অনেকটাই নির্ধারিত হয় তাতে। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে উঠে খালি পেটে কিছু উপকারী পানীয় শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, হজমক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে।
স্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মাহমুদা সুলতানা বলছেন, “সকালে খালি পেটে পানি ছাড়া আরও কিছু প্রাকৃতিক পানীয় নিয়মিত গ্রহণ করলে শরীর ও মন—দুটিই সতেজ থাকে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ বা হজমের সমস্যা নিয়ে চিন্তিত, তারা উপকৃত হবেন।”
জেনে নিন এমন ৫টি উপকারী পানীয়:
১. গরম লেবু পানি
লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খালি পেটে খেলে হজমশক্তি বাড়ে ও শরীর ডিটক্স হয়।
২. মেথি ভেজানো পানি
১ চামচ মেথি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরল কমে। এটি বিশেষভাবে ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।
৩. আদা ও মধুর পানি
আদা প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং মধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হালকা গরম পানিতে কয়েক টুকরো আদা ও ১ চা চামচ মধু মিশিয়ে খেলে সর্দি-কাশি দূর হয় এবং গলা পরিষ্কার থাকে।
৪. শসা ও পুদিনা মিশ্রিত পানি
ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধে এই পানীয় কার্যকর। পুদিনা হজমে সাহায্য করে এবং শসা শরীর ঠান্ডা রাখে। গ্রীষ্মে এটি একটি রিফ্রেশিং শুরু হতে পারে দিনের।
৫. অ্যালোভেরা জুস
অ্যালোভেরা হজমশক্তি বাড়াতে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সহায়ক। এক কাপ পানিতে ১-২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক সমস্যা ও ত্বকের জেল্লা বাড়ে।
সব ধরনের শরীরেই সব পানীয় মানানসই নাও হতে পারে। যাদের দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা রয়েছে, তারা এসব পানীয় শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই উত্তম। সকালের শুরুটা হোক সুস্থতায়। খালি পেটে উপকারী পানীয় গ্রহণ করে দিন শুরু করলে শরীরের ভেতরকার পরিচ্ছন্নতা যেমন বাড়ে, তেমনি মেলে মানসিক সতেজতাও।
ফারুক