
ছবি: সংগৃহীত
ধর্মীয় অনুশাসন আর রক্ষণশীল রাজনীতির জালে জর্জরিত টেক্সাসের নারী স্বাস্থ্য আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন ডেমোক্র্যাট বিধায়ক জেসিকা ফারার। তিনি আইনসভায় একটি ব্যতিক্রমী বিল পেশ করেছেন, যেখানে পুরুষদের ‘অননুমোদিত হস্তমৈথুন’-এর জন্য ১০০ ডলার জরিমানা ধার্য করার প্রস্তাব রয়েছে।
‘ম্যানস রাইট টু নো অ্যাক্ট’ নামের এই বিলের মাধ্যমে ফারার মূলত নারীদের গর্ভপাত এবং প্রজনন স্বাস্থ্য ঘিরে বিদ্যমান কঠোর আইনের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, ‘অনেকে বিলটিকে হাস্যকর মনে করলেও, বাস্তবে টেক্সাসের মহিলারা যেসব স্বাস্থ্যসেবা পেতে গিয়ে অপমানিত হন, তা মোটেই হাসির নয়।’
বিলে আরও প্রস্তাব রয়েছে, ভায়াগ্রা নিতে বা ভ্যাসেক্টমি করাতে চাইলে পুরুষদেরও বাধ্যতামূলক ‘অপ্রয়োজনীয় রেকটাল পরীক্ষায়’ অংশ নিতে হবে এবং অন্তত একদিন অপেক্ষা করতে হবে। ঠিক যেমন নারীদের ক্ষেত্রে গর্ভপাতের আগে ট্রান্স-ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড বাধ্যতামূলক করা হয়। ফারার প্রস্তাব করেছেন, পুরুষদের উদ্দেশ্যে বিশেষ তথ্যপুস্তিকা প্রকাশ করুক রাজ্য, যেমন নারীদের গর্ভপাতের আগে দেওয়া হয়। এমনকি, ডাক্তারেরা ব্যক্তিগত বা ধর্মীয় বিশ্বাস দেখিয়ে ভায়াগ্রা প্রেসক্রাইব করতেও অস্বীকার করতে পারবেন।
টেক্সাসে এর আগে রিপাবলিকান বিধায়ক টোনি টিন্ডারহোল্ট গর্ভপাতকে খুনের অপরাধ হিসেবে গণ্য করার বিল এনেছিলেন। এমনকি ধর্ষণ বা রক্তসম্পর্কীয় নির্যাতনের ক্ষেত্রেও গর্ভপাত নিষিদ্ধ করার চেষ্টা চালিয়েছেন তিনি। নারী অধিকার হরণকারী এই ধারাবাহিক আইনপ্রয়োগের বিরোধিতা করে ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’ লেখিকা মার্গারেট অ্যাটউডও সরব হয়েছেন। ট্রাম্প প্রশাসনের সময়ে এমন রক্ষণশীলতা নিয়ে ফের আলোচনায় এসেছে তাঁর উপন্যাস।
শহীদ