ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ২০:১৬, ১৪ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

ছবি: সংগৃহীত

শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়েছে, আপনাদের ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যে কোনো (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ ও তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ে মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।

গত ২৩ আগস্ট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এর আগে ২০১৬ সালে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর তিন বছর পর ২০১৯ সালে রূপালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। তার আগে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন ওবায়েদ উল্লাহ। অভিযোগ উঠেছে রাজশাহীভিত্তিক নাবিল গ্রুপের মাধ্যমে এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সম্প্রতি অপর একটি ইসলামী ব্যাংকের এস আলমের ঋণ খেলাপি না করার তদবির করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এসব অপরাধের কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হতে পারে। কয়েক সপ্তাহ থেকে ব্যাংকের মধ্যে এসব নিয়ে খুব উত্তেজনা বিরাজ করছে। 

অভিযোগ উঠেছে রাজশাহীভিত্তিক নাবিল গ্রুপের মাধ্যমে এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সম্প্রতি অপর একটি ইসলামী ব্যাংকের এস আলমের ঋণ খেলাপি না করার তদবির করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এসব অপরাধের কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হতে পারে। কয়েকসপ্তাহ থেকে ব্যাংকের মধ্যে এসব নিয়ে খুব উত্তেজনা বিরাজ করছে।

আবির

×