
সংগৃহীত
বর্ণবাদ নিয়ে সোচ্চার হয়ে আলোচনায় আসা ভারতীয় মডেল ও অভিনেত্রী স্যান র্যাচেল (San Rachel) আর নেই। মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যার মাধ্যমে জীবনের ইতি টানলেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের পুদুচেরিতে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, এটি একটি আত্মহত্যা।
সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদ, বিশেষ করে গায়ের রং নিয়ে বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই কথা বলতেন স্যান র্যাচেল। তার সাহসী পোস্ট ও বক্তব্যে অনেকে অনুপ্রাণিত হলেও, বারবার অপমানজনক মন্তব্য ও মানসিক চাপে পড়েন তিনি। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি কিছু হতাশাজনক বার্তাও দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
পারিবারিক ও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসব চাপ একত্রে সহ্য করতে না পেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে তদন্ত সংশ্লিষ্টরা।
স্যান র্যাচেলের অকাল মৃত্যুতে ভারতের মডেলিং ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখছেন, সমাজ এখনও মানুষকে তার গায়ের রং, ধর্ম বা মতের ভিত্তিতে মূল্যায়ন করে এটাই এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
তদন্ত চলছে, পাশাপাশি তার আত্মহত্যার পেছনে যদি মানসিক নির্যাতন বা কারও প্ররোচনার প্রমাণ মেলে, তবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হ্যাপী