ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভালুকায় মা ও দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৩:২৯, ১৪ জুলাই ২০২৫

ভালুকায় মা ও দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা

সংগৃহীত প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডে একটি মর্মান্তিক ঘটনায় মা ও তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), তাদের কন্যা রাইসা (৭) এবং পুত্র নিরব (২)। রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকায়।

ঘটনাটি রবিবার রাতে হৃদয় হাসান হাইয়ুমের বাসার ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসায় ঘটেছে। রফিকুল ইসলাম ভালুকার একটি মিলে কাজ শেষে সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজায় তালা মারা। তালা ভেঙে ঘরে ঢুকেই তিনি তার স্ত্রী ও সন্তানদের জবাই করা মৃতদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই নৃশংস ঘটনায় ভালুকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাব্বির

×