ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৭:১৭, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৭:১৭, ১৪ জুলাই ২০২৫

কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো ধরনের ‘মব ভায়োলেন্স’ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব হলেই এটা বন্ধ হবে। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্প এবং জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স একটি গুরুতর সামাজিক অপরাধ এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পেছনে যারা উসকানি দিচ্ছে বা সংঘবদ্ধ হয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের কঠোরভাবে দমন করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

চাঁদাবাজদের ব্যাপারেও কড়া অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজের একমাত্র পরিচয় সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।”

মাদকের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যারা বড় গডফাদার ছিল, তারা ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তবে এখন থেকে যেন কোনোভাবেই তারা রেহাই না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আফরোজা

×