
প্রধান অতিথির বক্তব্য দেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেছেন, তারেক রহমানকে নিয়ে কোন প্রকার কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া কারোরই সমীচীন নয়। কারণ তারেক জিয়া একজন ব্যক্তি নই, তিনি একটি প্রতিষ্ঠান।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ঈশ্বরদী পুরাতন টেম্পো স্ট্যান্ডে সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি উপলক্ষে সাবেক মেয়র মকলেছুর রহমান বাবুলর নেতৃত্বাধীন বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা মকলেছুর রহমান বাবুলর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান বক্তা কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাবির তুহিন, বিশেষ বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, কারামুক্তি প্রাপ্ত নেতা শরিফুল ইসলাম তুহিন, পাবনা জেলা বিএনপি নেতা আনিসুল হক বাবু, কৃষকদলের নেতা ইউসুফ মোল্লা, সাবেক মেয়র এড, তৌহিদুল আলম, মাহমুদুন্নবী স্বপন, আলাউদ্দিন বিশ্বাস, কারামুক্ত নেতা এনামুল হক, মাহবুবুর রহমান পলাশ, আলম হোসেন, ছাত্রদল নেতা তৌহিদুজ্জামান সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে সকাল দশটায় কারা মুক্তির পর পাবনা জেল খানা গেটে শরিফুল ইসলাম তুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতৃবৃন্দ। এরপর পাবনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। পরে বিশাল গাড়ি বহর নিয়ে সড়ক পথে দাশুড়িয়া, রেলগেট হয়ে শরিফুল ইসলাম তুহিন'কে নিয়ে হাবিবুল রহমান হাবিব ও মকলেছুর রহমান বাবলু সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
রিফাত