
ছবিঃ সংগৃহীত
ইংল্যান্ডের উইল্টশায়ারের স্কুলগুলোতে ‘স্পাইস’ নামের ভয়ংকর সিনথেটিক মাদক মেশানো ভেপ ব্যবহারের কারণে একাধিক শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই ‘জম্বি ড্রাগ’ মিশ্রিত ভেপগুলো মূলত সোশ্যাল মিডিয়া—বিশেষ করে Snapchat—এর মাধ্যমে শিশুদের কাছে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কী এই স্পাইস ড্রাগ?
‘স্পাইস’ হলো একধরনের সিনথেটিক ড্রাগ, যা প্রাথমিকভাবে গাঁজার মতো প্রভাব তৈরি করতে বাজারে আনা হয়। তবে এটি প্রকৃত গাঁজার চেয়ে অনেক বেশি বিপজ্জনক, কারণ এটি মস্তিষ্ক ও শরীরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
২০০৮ সালে প্রথম শনাক্ত হওয়া এই ড্রাগ কোনো একক যৌগ নয়; বরং এটি একাধিক যৌগের সমষ্টি, যেগুলিকে Synthetic Cannabinoid Receptor Agonists (SCRAs) বলা হয়। এগুলো গোপন ল্যাবে তৈরি হয় এবং শুকনো গাছপালার ওপর ছিটিয়ে বিক্রি করা হয়।
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জানায়, এই ড্রাগ সেবনে মনোবৈকল্য, মানসিক অবসাদ ও আশঙ্কাজনক আচরণ দেখা দেয়। ব্যাথ ইউনিভার্সিটি এর গবেষণা অনুযায়ী, স্পাইসের আসক্তি কাটানো গাঁজার তুলনায় অনেক বেশি কঠিন। এর প্রভাবের মধ্যে রয়েছে—ঘুমের সমস্যা, বিরক্তি, হতাশা, মাথা ঘোরা, বমি, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘাম, উদ্বেগ ও ভয়।
কিভাবে স্পাইস ধরা পড়ছে?
উইল্টশায়ার পুলিশ বর্তমানে স্কুলে পাওয়া সন্দেহজনক ভেপগুলোর পরীক্ষা করতে নতুন প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছে। এই কর্মসূচিতে তারা ব্যাথ ইউনিভার্সিটি, সুইন্ডন বরো কাউন্সিল ও উইল্টশায়ার কাউন্সিল–এর সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে করে মাদক মেশানো ভেপের ছড়িয়ে পড়া রোধ করা যায়।
অভিভাবকদের প্রতি পুলিশের আহ্বান
পুলিশ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের সন্তানদের সঙ্গে এই ভয়ংকর ভেপের বিপদ সম্পর্কে খোলামেলা আলোচনা করে।
পিসিএসও জন আকোরস্ট বলেন, "আমি অভিভাবকদের অনুরোধ করব, তারা যেন তাদের সন্তানদের সঙ্গে বসে স্পষ্ট করে জানিয়ে দেন যে, এমন কিছু গ্রহণ করলে সেটির জীবনঘাতী প্রভাব থাকতে পারে।"
তিনি আরও জানান, স্কুলে কিছু ছাত্র-ছাত্রীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে—দুপুরের আগে স্বাভাবিক থাকলেও দুপুরের পর তাদের মধ্যে আক্রমণাত্মক আচরণ দেখা যাচ্ছে।
অধ্যাপকের সতর্কবার্তা
ব্যাথ ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস পাডনি ডেইলি মেইল-কে বলেন, "কিশোর-কিশোরীরা মনে করছে তারা ভেপ বা ভেপ তরল কিনছে যাতে THC বা নিকোটিন রয়েছে। কিন্তু বাস্তবে এসব ভেপে স্পাইস মেশানো হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমরা জানি, স্পাইস গ্রহণের পর শিশুদের হৃদরোগ বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, এবং কেউ কেউ প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।"
বাচ্চাদের ভেপ কেনার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। সোশ্যাল মিডিয়ায় ছদ্মবেশে বিক্রি হওয়া এসব পণ্য হতে পারে মৃত্যুঝুঁকির কারণ। এখনই সচেতন না হলে পরিণতি হতে পারে ভয়াবহ।
ইমরান