ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

তিব্বত ইস্যু ভারত-চীন সম্পর্কে কাঁটা: দিল্লিতে চীনা দূতাবাসের মন্তব্য

প্রকাশিত: ২৩:১৮, ১৪ জুলাই ২০২৫

তিব্বত ইস্যু ভারত-চীন সম্পর্কে কাঁটা: দিল্লিতে চীনা দূতাবাসের মন্তব্য

তিব্বত ও দালাই লামা সংশ্লিষ্ট বিষয়গুলোকে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের "একটি কাঁটা" এবং ভারতের জন্য "একটি বোঝা" হিসেবে আখ্যা দিয়েছে চীনের দিল্লিস্থ দূতাবাস। এ মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, “বাস্তবে, শিজাং (তিব্বতের চীনা নাম) সংক্রান্ত ইস্যু ভারত-চীন সম্পর্কের এক কাঁটা এবং ভারতের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

এই মন্তব্যটি এসেছে এমন এক সময়, যখন ভারতে দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের মন্ত্রীরা অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে দালাই লামা স্পষ্টভাবে বলেন, তাঁর উত্তরাধিকার নির্ধারণে চীনের কোনও ভূমিকা থাকবে না—যা বেইজিংকে ফের ক্ষুব্ধ করে।

চীনা দূতাবাসের মুখপাত্র আরও বলেন, “ভারতের কৌশলগত ও একাডেমিক মহলের কিছু ব্যক্তি দালাই লামার পুনর্জন্ম নিয়ে অনুপযুক্ত মন্তব্য করেছেন। পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট পেশাদারদের উচিত বিষয়টির সংবেদনশীলতা সম্পর্কে পূর্ণ সচেতনতা রাখা।”

চীনের অবস্থান হলো—দালাই লামার পুনর্জন্ম এবং উত্তরসূরি নির্ধারণ চীনের অভ্যন্তরীণ বিষয়। বিপরীতে, ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজু, যিনি দালাই লামার জন্মদিনে তার পাশে বসে ছিলেন, বলেছেন, “একজন অনুশীলনকারী বৌদ্ধ হিসেবে আমি বিশ্বাস করি, কেবল দালাই লামা এবং তাঁর কার্যালয়ই পুনর্জন্মের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ জুলাই জানায়, “ধর্ম ও বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে ভারত কোনও অবস্থান নেয় না।”

পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আগামী ১৫ জুলাই চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। তিনি সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানানো হয়েছে।

২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে এটি হবে ভারত-চীনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরগুলোর একটি। বিশেষজ্ঞদের মতে, দালাই লামা ও তিব্বত ইস্যু নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে, যা পরবর্তী কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

Jahan

×