ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইরান জানালো—যে কারণে বিলম্বিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা

প্রকাশিত: ১৯:২০, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২০, ১৪ জুলাই ২০২৫

ইরান জানালো—যে কারণে বিলম্বিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা

ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে পূর্বনির্ধারিত আলোচনা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি বলেন, “এই বিষয়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক) এখনো কোনো নির্দিষ্ট তারিখ, সময় বা স্থান নির্ধারণ হয়নি।” তিনি জানান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের আলোচনা চলছিল।

এর আগে, এপ্রিল থেকে জুন পর্যন্ত আরাগচি ও উইটকফ পাঁচবার বৈঠকে বসেন, তবে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ১২ দিনের যুদ্ধ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রও এই হামলায় যোগ দেয়।

এসমাইল বাকায়ি আরও বলেন, “আমরা কূটনৈতিক আলোচনায় আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু সবাই দেখেছে, ষষ্ঠ দফার আগেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আমাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায়।”

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডো, ইসফাহান ও নাটানজের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এসব হামলার ক্ষয়ক্ষতি এখনো স্পষ্ট নয়। একই সময় ইসরায়েল শতাধিক হামলায় ইরানের শীর্ষপর্যায়ের বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করে।

জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কাতারে একটি মার্কিন ঘাঁটিতেও আঘাত হানে।

ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো দাবি করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। যদিও ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণকারী একমাত্র অ-অস্ত্রধারী দেশ ইরান, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে—ইরান যে অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে, তার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।

আবির

×