
ছবি: সংগৃহীত
পাকিস্তানের থিয়েটার অঙ্গনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে করাচিভিত্তিক থিয়েটার দল ‘মউজ’। হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে তাদের নতুন মঞ্চনাটক দেশজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির জটিল বাস্তবতায় এমন একটি উদ্যোগ শুধু সাহসী নয়, শিল্পভাবনাকে সম্প্রীতির নতুন বার্তা দেওয়ার এক অনন্য উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে।
নাটকটি মঞ্চায়নের পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘মউজ’। রাম, সীতা, লক্ষ্মণ ও রাবণের মতো চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে গভীর অভিনয় ও নান্দনিক উপস্থাপনায়। নাটকের দৃশ্য ও পরিবেশনা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নাট্যদলের মতে, এটি শুধুমাত্র একটিমাত্র শিল্পচর্চা নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে বোঝাপড়া, সম্মান এবং সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। দলের পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, ‘আমার মনে কখনো হয়নি যে রামায়ণের মঞ্চায়ন এখানে কেউ অপছন্দ করবে। পাকিস্তানকে অনেক সময় বাইরে থেকে অসহিষ্ণু মনে করা হয়, কিন্তু আমরা দেখাতে চেয়েছি যে, আমাদের সমাজ অনেক বেশি সহনশীল।’
এই মঞ্চনাটক প্রমাণ করেছে, সংস্কৃতি এবং থিয়েটার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে মানুষের মাঝে সেতুবন্ধ তৈরি করতে পারে।
আসিফ