
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যিনি সম্প্রতি মা হওয়ার পর ক্যামেরার সামনে থেকে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন, এখন নতুন সিনেমার কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে আবার ফিরতে চলেছেন বড় পর্দায়। তবে এর মধ্যেই এক ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ট্রল।
১৩ জুলাই একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দীপিকা সোজাসাপ্টা একদম সাধারণ সাজে ধরা পড়েন। নীল রঙের ঢিলেঢালা লম্বা শার্ট, কালো রোদচশমা, এবং কাঁধে একটি টোট ব্যাগ—এভাবে সাধারণ পোশাকেই ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। চোখে পড়ার মতো কোনো বিশেষ মেকআপও ছিল না। একেবারে যেন এক সাধারণ মুহূর্তের প্রতিচ্ছবি!
তবে দীপিকার সাদামাটা এই চেহারা এবং সাজ নিয়েই শুরু হয়েছে কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় কিছু নেতিবাচক মন্তব্য আসতে থাকে। এক জন মন্তব্য করেছেন, "প্রেগন্যান্সির সময়ও তো এত মোটা লাগত না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।" আরেক জনের দাবি, "একদমই সাজেনি, বোঝাই যাচ্ছে সন্তান সামলাতে কতটা ব্যস্ত।"
তবে দীপিকার সমর্থকদের কমতি নেই। একজন লিখেছেন, “একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক।”
এখন দেখার বিষয়, দীপিকা এই ট্রল নিয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং নতুন সিনেমার কাজ শুরু হলে তার প্রতি কতটা নজর ফেরে।
রাজু