
ছবি: সংগৃহীত
সাহসিকতা আর স্বাধীনচেতা মনোভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ব্যক্তি ও সামাজিক জীবনে আপসহীন অবস্থানের কারণেই তিনি হয়ে উঠেছেন ব্যতিক্রমী এক কণ্ঠস্বর। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে মুখ খুলে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে চলমান বিতর্কের জবাব দেন বাঁধন। সেখানে নিজের একটি ছবির সঙ্গে তিনি লেখেন, “আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই।”
স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, “আমি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি, তবে সবচেয়ে বড় অর্জন হলো নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা—এটাই আমার আসল সম্পদ।”
তিনি জানান, “জীবনে এমন অনেক সময় এসেছে, যখন আরও ক্ষমতা বা সামাজিক স্বীকৃতি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি স্বাধীনতাকেই বেছে নিয়েছি। আর একবার স্বাধীনতার স্বাদ পেলে, ফেরার উপায় থাকে না।”
বাঁধনের ভাষায়, “হয়তো এ কারণেই কিছু মানুষ আমাকে ঘৃণা করে। আসলে তারা অস্বস্তিতে পড়ে এই কারণে যে, আমি কাউকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিই না।”
তিনি আরও লেখেন, “এই পথটা সহজ ছিল না। বরং অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যেই আমার ভেতরে তৈরি হয়েছে কংক্রিটের মতো দৃঢ়তা—যদি কেউ ভাঙতে চায়, আমি আরও শক্ত হয়ে যাই।”
স্ট্যাটাসের শেষ অংশে বাঁধন ব্যক্তিগত কষ্টের কথাও তুলে ধরেন। লেখেন, “আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। PTSD কী, তা আমি জানি। অনেক সময় খুব ছোট কিছু বিষয়ই সেটা ট্রিগার করে দেয়। এটা আমি চাইনি, কিন্তু এর সঙ্গেই বাঁচতে শিখেছি।”
বাঁধনের এই আত্মপ্রকাশ আবারও প্রমাণ করে, তিনি শুধু একজন শিল্পী নন—বরং একজন প্রতিবাদী, দৃঢ়চেতা মানুষ, যিনি নিজের বিশ্বাসের জায়গা থেকে কখনো পিছপা হন না।
আসিফ