ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরের উদ্যোগে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১৯:৪১, ১৪ জুলাই ২০২৫

ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরের উদ্যোগে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই থেকে বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ। উপজেলা গুলোর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, আমলকি, নিম, অর্জুন, বহেরা, হরীতকীসহ নানা জাতের উপকারী গাছের চারা রোপণ করা হচ্ছে।

গত রোববার (১৩ জুলাই) উপজেলার কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্তপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়, নলচিড়া কো-অপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরমগল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়, পিঙ্গলাকাঠি বালিকা বিদ্যালয়, পিঙ্গলাকাঠি চিপার টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়াও ১৪ জুলাই (সোমবার) গৌরনদী উপজেলার ৪নং মাহিলারা ইউনিয়ন ও ৬নং বাটাজোর ইউনিয়নের দশটি স্কুল এবং মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়।এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন ড. হুমায়ুন কবির।

ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, পরিবেশ সুস্থ না থাকলে মানুষও সুস্থ থাকতে পারে না। আমাদের দেশে যেভাবে দূষণ বাড়ছে, গাছ লাগানো এখন আর অপশন নয়, বরং প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতে আমি নিজ উদ্যোগে এই কর্মসূচি শুরু করেছি।

উল্লেখ্য, তিনি কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব খরচে এই প্রকল্প পরিচালনা করছেন। গাছের চারা সংগ্রহ, পরিবহন, রোপণ থেকে শুরু করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সব কিছু তিনি নিজে তত্ত্বাবধান করছেন।

স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক জানান, ব্যক্তি পর্যায়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশ রক্ষায়ই নয়, শিক্ষার্থীদের মনে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।স্থানীয় শিক্ষার্থীরাও এই উদ্যোগে উৎসাহ প্রকাশ করেছে। অনেকে প্রথমবারের মতো গাছ রোপণ করেছে এবং গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করেছে।

ড. সৈয়দ হুমায়ুন কবির জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, মরণব্যাধি ক্যান্সার শুধু শরীরেই নয়, পরিবেশেও ছড়িয়ে পড়েছে। দূষিত পানি, বিষাক্ত বাতাস, রাসায়নিক সার-কীটনাশক সবই এক ধরনের পরিবেশগত ক্যান্সার। তাই এই রোগের বিরুদ্ধে লড়তে হলে প্রকৃতিকে সুস্থ রাখতেই হবে।

আফরোজা

×