
ছবি: সংগৃহীত।
বছরের পর বছর সন্তানস্নেহে বড় করে তোলেন, অথচ মৃত্যুর পর তাদের কোনো সম্পত্তি ভাগই জুটে না—এমন অনেক পালিত সন্তানের জীবনেই দেখা যায় তীব্র এক বৈষম্য। প্রশ্ন জাগে, পালিত সন্তান কি আদৌ পালক পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হতে পারে?
ইসলামী আইন বলছে, না, পালিত সন্তান মুসলিম শরিয়াহ অনুযায়ী স্বাভাবিকভাবে সম্পত্তির ভাগ পায় না। উত্তরাধিকার আইন অনুযায়ী, মৃত্যুর পর ব্যক্তির সম্পত্তি কেবল তার জৈবিক উত্তরাধিকারীদের মধ্যেই বণ্টিত হয়। সেক্ষেত্রে পালিত সন্তান—যাদের সাথে রক্তের সম্পর্ক নেই—তাদের কোনো অধিকার থাকেনা।
তবে, ইসলামী আইন একটি বিকল্প পথ রেখেছে। কেউ চাইলে জীবিত অবস্থায় দানপত্রের মাধ্যমে বা উইল করে মৃত্যুর পরে তার সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত পালিত সন্তানের নামে দিয়ে যেতে পারেন। তবে উইলের ক্ষেত্রে শর্ত রয়েছে—এটি উত্তরাধিকারীদের সম্মতির বাইরে কেবল এক-তৃতীয়াংশ পর্যন্তই বৈধ।
যদি কোনো ব্যক্তি নিজের সম্পত্তি পালিত সন্তানের নামে রেখে যেতে চান, তবে তাকে অবশ্যই পূর্ব থেকে পরিকল্পনা করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় দানপত্র বা উইল সম্পাদন করতে হবে।
উল্লেখযোগ্য দিকনির্দেশনা:
-
উইল ছাড়া পালিত সন্তান উত্তরাধিকারী হতে পারে না।
-
জৈবিক সন্তান না থাকলে অন্যান্য আত্মীয়রাই উত্তরাধিকার পাবেন।
-
উইলের মাধ্যমে সর্বোচ্চ ১/৩ অংশ দেওয়া যেতে পারে (শরীয়ত অনুযায়ী)।
এই কারণে আইনজ্ঞ ও আলেমগণ পরামর্শ দেন, কেউ যদি সত্যিই তাদের পালিত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তবে জীবিত অবস্থায় আইনগতভাবে তা নিশ্চিত করা উচিত।
নুসরাত