ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে

পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৬:২৩, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৬:২৪, ৭ জুলাই ২০২৫

পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন ছাড়া বাকি ৩ আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৪ আসামিও পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে ডাকবাংলা ক্যাম্পে যাওয়ার পথে নিখোঁজ হন উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম। পরদিন ২৪ আগস্ট সকালে ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের পানিভর্তি ডোবা থেকে তার পোশাক পরিহিত, হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই পুলিশ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ ১৫ জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

সানজানা

×