
ছবি: সংগৃহীত
চীনের এক তরুণী, চেন জিয়াওয়ান, তার জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা জনসমক্ষে এনেছেন। তিনি দাবি করেছেন, তার বাবা তাকে তার মায়ের থেকে ৭ বছর লুকিয়ে রেখেছিলেন, আর সেই সময় তাকে বলা হতো, "তোমার মা তোমায় বিক্রি করে দেবে।"
চেন জানান, তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর। আদালত তার মায়ের পক্ষেই ফ্ল্যাট ও সন্তানের হেফাজতের রায় দেন।
কিন্তু সেই রায়ের পর তার বাবা চেনকে নিয়ে পালিয়ে যান, এবং দেশের নানা প্রান্তে নাম পাল্টে, স্কুল বদলে তার জীবনকে ঘুরিয়ে দেন। অন্যদের বলতেন, মা নাকি তাকে ফেলে রেখে চলে গেছে।
চেন জানান, তার বাবা প্রতিনিয়ত তাকে বোঝাতেন, "তোমার মা যদি তোমায় খুঁজে পায়, তাহলে সে তোমায় বিক্রি করে দেবে।" এই ভয় ধরিয়ে তিনি মেয়েকে মায়ের থেকে বিচ্ছিন্ন রাখেন। এমনকি, তার মাকে মিথ্যা বলেছিলেন যে, চেন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
চেনকে প্রতিবছর ভিন্ন বোর্ডিং স্কুলে ভর্তি করানো হতো, তার নাম পাল্টানো হতো, যাতে কেউ তাকে শনাক্ত না করতে পারে।
এই সাত বছরে তার বাবা আবার বিয়ে করেন। সৎমায়ের আচরণ ছিল শত্রুভাবাপন্ন। চেন বলেন, “আমি যেন এতিম ছিলাম। মা ছিল, কিন্তু দেখা করতে পারিনি; বাবা ছিল, কিন্তু অনুভব করিনি।”
১৩ বছর বয়সে চেন তার মায়ের সঙ্গে গোপনে পুনরায় যোগাযোগ করতে পারেন। কিন্তু পরে আবার তার বাবা এসে তাকে ফের নিয়ে যান।
একপর্যায়ে চেন তার বাবার সঙ্গে মায়ের নিয়ে কথা বলতে শুরু করেন, কিন্তু তাতে বিরক্ত হয়ে বাবা চিৎকার-ঝগড়া করতেন।
একদিন চেন চুপিচুপি পারিবারিক নথিপত্র ও ফ্ল্যাটের কাগজ নিয়ে পালিয়ে যান। তিনি মাকে ফোন করে জানান, "আমি তোমার কাছে ফিরছি।"
মুমু ২