
ছবিঃ সংগৃহীত
বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন যেন অচল। তবে অনেক সময় দেখা যায়, ওয়াইফাই কানেকশন থাকলেও স্পিড একদমই নেই—ভিডিও দেখা যায় না, ফাইল ডাউনলোড হয় না, এমনকি সাধারণ ব্রাউজিংও কঠিন হয়ে পড়ে। অথচ রাউটার বদলানোর মতো ব্যয়বহুল সিদ্ধান্তও সবসময় সম্ভব নয়।
তবে চিন্তার কিছু নেই। রাউটার না বদলিয়েও আপনি বাড়াতে পারেন ওয়াইফাই স্পিড প্রায় ২০০% পর্যন্ত—সঠিক কিছু কৌশল জানলেই সম্ভব এই কাজটি। চলুন দেখে নিই কিছু কার্যকরী ট্রিকস।
১. রাউটারটি দিন একবার ‘রিবুট’
স্মার্টফোন বা কম্পিউটারের মতোই রাউটারকেও মাঝে মাঝে রিস্টার্ট দিতে হয়। এতে অপ্রয়োজনীয় ব্যাকলগ ক্লিয়ার হয় এবং সংযোগের মান অনেকটাই বেড়ে যায়।
২. রাউটারের অবস্থান বদলান
রাউটার যদি দেয়ালের পাশে বা কোণে রাখা হয়, তাহলে সিগন্যাল ঠিকভাবে ছড়ায় না। তাই রাউটার রাখুন ঘরের মাঝামাঝি কোনো উন্মুক্ত জায়গায়—এতে পুরো ঘরেই সমান স্পিড পাবেন।
৩. ব্যবহার করুন ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার
রাউটার না বদলিয়েও আপনি একটি কম খরচের ‘ওয়াইফাই এক্সটেন্ডার’ ব্যবহার করতে পারেন। এটি মূল রাউটার থেকে সিগন্যাল রিসিভ করে তা পুনরায় সম্প্রচার করে, ফলে দুর্বল সিগন্যালের স্থানেও পাওয়া যায় ভালো স্পিড।
৪. চ্যানেল পরিবর্তন করুন
একই এলাকায় যদি অনেক ওয়াইফাই থাকে, তাহলে আপনার রাউটারের চ্যানেল অন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এজন্য ওয়াইফাই সেটিংসে গিয়ে ম্যানুয়ালি অন্য চ্যানেল সিলেক্ট করুন। অনেক সময়েই এটি স্পিড বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।
৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ চেক করুন
আপনার ফোন বা কম্পিউটারে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে, তাহলে স্পিড কমে যেতেই পারে। অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিন।
৬. ফার্মওয়্যার আপডেট করুন
অনেক সময় পুরনো ফার্মওয়্যার রাউটারের পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই রাউটারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মওয়্যার আপডেট আছে কিনা দেখে নিন।
৭. ব্রাউজারে ‘DNS’ পরিবর্তন করুন
গুগল DNS (8.8.8.8 এবং 8.8.4.4) ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট ব্রাউজিং স্পিড অনেকটাই বাড়াতে পারেন। এটি খুবই সহজ এবং ঝুঁকিমুক্ত একটি পদ্ধতি।
ওয়াইফাই স্পিড কম থাকলে হতাশ হওয়ার কিছু নেই। রাউটার বদল না করেও আপনি উপরের কৌশলগুলো অনুসরণ করে ঘরে বসেই পেতে পারেন আগের চেয়ে দ্বিগুণ ইন্টারনেট স্পিড।
প্রযুক্তিকে বুঝে ব্যবহার করলেই আপনার ডিজিটাল জীবন হবে আরও স্মার্ট ও স্মুথ!
ইমরান