
ছবি: সংগৃহীত
মেসেজ আদান-প্রদানের জন্য আজকালকার ব্যবহারকারীরা পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল। তবে মেসেজিং এখন আর শুধু শব্দভিত্তিক নয়—তাতে যুক্ত হচ্ছে ছবি, ভিডিও, লিংকসহ নানা মিডিয়া উপাদান। ফলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্ভর করতে হয় ব্যবহারকারীদের। কিন্তু এবার বাজারে আসছে এক নতুন ধরনের মেসেজিং অ্যাপ—যেখানে মেসেজ পাঠাতে লাগবে না কোনো ইন্টারনেট।
‘বিটচ্যাট’ নামের অ্যাপ নিয়ে হাজির জ্যাক ডরসি
এক্সের (আগে টুইটার) সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক ডরসি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তারা নিয়ে আসছেন নতুন এক ব্লুটুথ-নির্ভর মেসেজিং অ্যাপ—বিটচ্যাট (BitChat)। এটি সম্পূর্ণ বিকেন্দ্রিকৃত (decentralized) ও পিয়ার-টু-পিয়ার ভিত্তিক একটি মেসেজিং সেবা যা ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করবে।
ইন্টারনেট নয়, চলবে সরাসরি ডিভাইস টু ডিভাইস
বিটচ্যাট ব্যবহারে দরকার হবে না ইন্টারনেট, ফোন নম্বর, ইমেইল বা কোনো ধরনের সার্ভার সংযোগ। ফলে এটি হতে যাচ্ছে গোপনীয়তা ও নিরাপত্তার দিক থেকে একটি অনন্য উদাহরণ। অ্যাপটির হোয়াইটপেপার ইতোমধ্যে GitHub-এ প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাপের কাজ করার ধরন, উদ্দেশ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
‘ব্রিজ ডিভাইস’ প্রযুক্তিতে বিস্তৃত হবে নেটওয়ার্ক
বিটচ্যাটে ব্যবহার হবে বিশেষ ধরনের ‘ব্রিজ ডিভাইস’, যা বিভিন্ন ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে বড় পরিসরে নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আর বার্তাগুলো শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকবে, কোনো কেন্দ্রীয় সার্ভারে যাবে না। ডিফল্টভাবে বার্তাগুলো মুছে যাবে, যা জ্যাক ডরসির দীর্ঘদিনের প্রাইভেসি ও সেন্সরশিপ বিরোধী অবস্থানের প্রতিফলন।
গ্রুপ চ্যাট, নিরাপত্তা ও অফলাইন সুবিধা
অ্যাপটিতে গ্রুপ চ্যাট করার সুবিধাও থাকবে, যা হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখা যাবে। এমনকি ‘স্টোর অ্যান্ড ফরওয়ার্ড’ প্রযুক্তির মাধ্যমে সাময়িকভাবে অফলাইনে থাকা ব্যবহারকারীকেও বার্তা পাঠানো সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারের থেকে কীভাবে আলাদা?
বিটচ্যাটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো—এটি কোনো বড় প্রযুক্তি কোম্পানির মালিকানাধীন নয়। এখানে ব্যবহারকারীর কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, এমনকি কোনো তথ্যও সংরক্ষণ করা হবে না।
সচেতন ব্যবহারকারীদের জন্য নতুন বিকল্প
বিশ্লেষকরা মনে করছেন, তথ্য-সুরক্ষা ও স্বাধীন যোগাযোগ ব্যবস্থার দিকে ঝুঁকে থাকা প্রযুক্তি সচেতন ব্যবহারকারীদের জন্য বিটচ্যাট হতে পারে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিকল্প।
রাকিব