ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গুগলের এআই আপনার সব মেসেজ পড়ছে? কীভাবে থামাবেন এই নজরদারি

প্রকাশিত: ১৪:৩০, ১২ জুলাই ২০২৫

গুগলের এআই আপনার সব মেসেজ পড়ছে? কীভাবে থামাবেন এই নজরদারি

মেটার হোয়াটসঅ্যাপে নীল এআই চক্র (Blue AI Circle) যুক্ত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারীর মনে হয়েছে, মেটা এআই এখন তাদের চ্যাটে জোরপূর্বক প্রবেশ করেছে এবং এটিকে আর সরানো সম্ভব নয়। যদিও বাস্তবে মেটা এআইকে ব্লক করা যায়, বিস্তারিত নিয়মও রয়েছে।

এদিকে, মাইক্রোসফট এবং এখন গুগলও তাদের ডিভাইসে প্ল্যাটফর্মজুড়ে এআই যুক্ত করে ব্যবহারকারীর গোপনীয়তায় বড় ঝুঁকি তৈরি করেছে। এমনকি যে কনটেন্ট আমরা ব্যক্তিগত এবং সুরক্ষিত বলে মনে করি, তা আর আগের মতো নিরাপদ নয়।

মাইক্রোসফটের “রিকল” এবং গুগলের “জেমিনি”
মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১-এ "রিকল" ফিচার চালু করে প্রথমে আলোচনায় আসে। এটি ব্যবহারকারীর পিসির প্রতিটি কাজের ছবি তুলে একটি সার্চযোগ্য লোকাল রিপোজিটরিতে সংরক্ষণ করে। ফলে স্ক্রিনে খোলা মেসেজিং উইন্ডোও পড়ে ফেলে। শুধু সিগন্যাল অ্যাপই এই নজরদারি ঠেকাতে সক্ষম হয়েছে।

এরপর গুগল তাদের জেমিনি এআই চালু করে। ৭ জুলাই থেকে এটি ফোনের থার্ড-পার্টি অ্যাপ যেমন মেসেজেস এবং হোয়াটসঅ্যাপে প্রবেশ শুরু করে।

প্রথমে ধারণা করা হয়েছিল, এই ডেটা এআই ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে। তবে গুগল জানিয়েছে, “এটি ব্যবহারকারীদের জন্য ভালো” এবং অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি বন্ধ থাকলেও ফোন কল করা, মেসেজ পাঠানো এবং টাইমার সেট করার মতো দৈনন্দিন কাজগুলো এআই করতে পারবে।

তাহলে সমস্যাটা কোথায়?
নিওউইন জানিয়েছে, গুগল দাবি করলেও বাস্তবে জেমিনি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে বা সারসংক্ষেপ করতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট বা ইউটিলিটিজ অ্যাপের ‘সহযোগিতায়’ এটি ব্যবহারকারীর মেসেজ (এমনকি ছবি), নোটিফিকেশন পড়তে এবং উত্তর দিতেও সক্ষম।

প্রায়ই ব্যবহারকারীকে জেমিনিকে নির্দেশ দিতে হয় হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে। কিন্তু কারিগরি দিক থেকে এআই ইঞ্জিন পুরোপুরি আটকানো যায়নি। মাইক্রোসফটের “রিকল”-এর মতো ভয়াবহ না হলেও, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে এক নতুন ধোঁয়াশার জগতে প্রবেশ করা হয়েছে।

গোপনীয়তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা
কাস্পারস্কির মারক রিভেরো বলেন, “জেমিনির থার্ড-পার্টি অ্যাপে ডিফল্ট অ্যাক্সেস ব্যবহারকারীর প্রাইভেসির জন্য বড় হুমকি। মেসেজিং অ্যাপগুলোতে থাকে সবচেয়ে সংবেদনশীল তথ্য, যা এআই টুলের স্বয়ংক্রিয় অ্যাক্সেস ব্যবহারকারীর আস্থার ক্ষতি করে।”

অন্যদিকে, আর্স টেকনিকার মন্তব্য, “গুগল দাবি করছে এটি ভালো খবর। কিন্তু বহু ব্যবহারকারী চান না জেমিনি বা কোনো এআই তাদের ডিভাইসে ঢুকুক।”

কীভাবে জেমিনি বন্ধ করবেন?
আপনি চাইলে অ্যাপ-বাই-অ্যাপ ভিত্তিতে জেমিনির এক্সটেনশন বন্ধ করতে পারেন। তবে এর জন্য নিজেকেই ফোনের সেটিংসে গিয়ে ‘অপ্ট আউট’ করতে হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এখনই তাদের সেটিংস চেক করা উচিত। আপনার মেসেজের কনটেন্ট পড়া, সংরক্ষণ বা ট্রেনিংয়ে ব্যবহার করা হচ্ছে কি না তা বোঝা জরুরি। মনে রাখতে হবে, আপনার এআই মেসেজ পড়ছে মানে অন্য প্রান্তের ব্যবহারকারীর কনটেন্টও এতে পড়া হচ্ছে—অনেক সময় তারা বুঝতেও পারছে না।

মিমিয়া

×