
ছবি: সংগৃহীত
ওয়েব ব্রাউজারের জগতে একচেটিয়া আধিপত্য গুগলের ক্রোমের। তবে এবার সেই আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়তে বাজারে আসছে নতুন এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী—ওপেনএআইয়ের নিজস্ব ওয়েব ব্রাউজার। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জানিয়েছেন, এই ব্রাউজার আনার মূল উদ্দেশ্য হলো—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতায় মৌলিক পরিবর্তন আনা। বিশ্লেষকরা মনে করছেন, সত্যিই যদি এটি কার্যকরভাবে বাজারে আসে, তাহলে তা গুগল ক্রোমের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে।
গুগলকে পেছনে ফেলতে পারে কীভাবে?
ওপেনএআইয়ের নতুন ব্রাউজার সরাসরি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে। ফলে, গুগলের তুলনায় আরও বেশি নির্ভুল ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন উপস্থাপন করতে পারবে। এতে গুগলের মূল আয়ের উৎস—বিজ্ঞাপন বাজারে বড় ধাক্কা লাগতে পারে।
বর্তমানে গুগলের আয়ের প্রায় তিন চতুর্থাংশই বিজ্ঞাপননির্ভর, যা মূলত ক্রোম ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয়। যদি চ্যাটজিপিটি-ভিত্তিক ব্রাউজার গুগলের ব্যবহারকারীদের দখলে চলে আসে, তবে গুগলের আয় কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চ্যাটজিপিটির জনপ্রিয়তা একটি বড় শক্তি
চ্যাটজিপিটির বর্তমানে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ৫০ কোটির বেশি। যদি এ ব্যবহারকারীরা ওপেনএআইয়ের ব্রাউজার ব্যবহার করতে শুরু করেন, তবে এটি গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।
নতুন ব্রাউজারে চমকপ্রদ কিছু ফিচার
সূত্র জানিয়েছে, নতুন ব্রাউজারটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ব্যবহারকারী অনেক কাজ—যেমন রিজার্ভেশন, ফর্ম পূরণ ইত্যাদি—চ্যাটজিপিটির ইন্টারফেস থেকেই সম্পন্ন করতে পারেন। পূর্বে দেওয়া তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর পক্ষ থেকেই কাজটি করে ফেলবে ব্রাউজারটি।
স্যাম অল্টম্যানের নতুন ধাক্কা
চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান ২০২২ সালে প্রযুক্তি বিশ্বে বিপ্লব এনেছিলেন। এবার সেই বিপ্লবকেই নতুন মাত্রা দিতে চান এই ব্রাউজার উন্মোচনের মাধ্যমে।
তবে বিশ্লেষকরা বলছেন, গুগলকে রাতারাতি টেক্কা দেওয়া সম্ভব নয়। ওয়েব অ্যানালিটিক্স প্রতিষ্ঠান স্টার্ট কাউন্টার-এর তথ্য অনুযায়ী, গুগল বর্তমানে বিশ্বের দুই-তৃতীয়াংশ ব্রাউজার মার্কেট শেয়ার দখলে রেখেছে এবং ৩ বিলিয়নের বেশি মানুষ এটি ব্যবহার করে।
এর পাশাপাশি, প্রতিদ্বন্দ্বিতায় আরও এআই কোম্পানিও মাঠে নেমেছে। পারপ্লেক্সিটি সম্প্রতি ‘কমেন্ট’ নামে একটি এআই ব্রাউজার চালু করেছে, যা ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম। আরও আছে ‘দ্য ব্রাউজার কোম্পানি’ এবং ‘ব্রেভ’, যারা ইতোমধ্যে এআই চালিত ব্রাউজার বাজারে এনেছে।
ওপেনএআইয়ের নতুন ব্রাউজার কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে প্রযুক্তি বাজারে এটি যে গুগলের একচেটিয়া আধিপত্যে হুমকি হয়ে উঠতে পারে, সে বিষয়ে একমত অধিকাংশ বিশ্লেষক।
রাকিব