
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেবল পরিচয়পত্র নয়—এটি একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে অপরিহার্য দলিল। ১৮ বছর বয়স পূর্ণ হলেই আপনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার যোগ্য এবং পেতে পারেন আপনার নিজের এনআইডি।
তবে অনেকেই জানেন না কীভাবে এনআইডির জন্য আবেদন করতে হয়, কী কাগজপত্র লাগে কিংবা প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে। চলুন জেনে নিই এনআইডি পেতে কী কী করতে হবে ধাপে ধাপে।
কে পাবেন এনআইডি?
আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে (জন্মনিবন্ধন অনুযায়ী)।
পূর্বে ভোটার হিসেবে নিবন্ধিত না হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন? ধাপে ধাপে প্রক্রিয়া:
অনলাইনে আবেদন ফরম পূরণ করুন
ভিজিট করুন https://services.nidw.gov.bd
“নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করুন” এ ক্লিক করে অ্যাকাউন্ট খুলুন
ফরম-২ পূরণ করে প্রিন্ট করুন
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন
১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ
পিতামাতার এনআইডি (সত্যায়িত কপি)
ঠিকানার প্রমাণপত্র (ইউটিলিটি বিল/হোল্ডিং রশিদ)
শিক্ষাগত সনদ, বিবাহিত হলে কাবিননামা, নাগরিকত্ব সনদ ইত্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
শনাক্তকারী ও যাচাইকারীর স্বাক্ষর সংগ্রহ করুন
নিকট আত্মীয়ের স্বাক্ষর ও এনআইডি নম্বর
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের নাম, আইডি, স্বাক্ষর ও সিল
নির্বাচন অফিসে বায়োমেট্রিক তথ্য দিন
ফরম ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের স্ক্যান দিন
প্রাপ্তি স্লিপ সংগ্রহ ও এনআইডি গ্রহণ করুন
এসএমএস বা নির্ধারিত তারিখে গিয়ে মূল এনআইডি সংগ্রহ করুন
চাইলে nidw.gov.bd বা NID Wallet App থেকে ভার্চুয়াল এনআইডি ডাউনলোড করা যাবে
সতর্কতা:
কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন হবেন না
সব তথ্য নির্ভুল দিন, ভুল হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে
প্রয়োজনে নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫-এ ফোন করুন
১৮ বছর পূর্ণ হলেই আপনার নাগরিক অধিকার শুরু—আর সেই অধিকার বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে ভোটার নিবন্ধন ও এনআইডি সংগ্রহ। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে নিজেই আবেদন করুন, ভবিষ্যতের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করুন।
আঁখি