ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপরও পড়ে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ১৬:৫০, ১২ জুলাই ২০২৫

সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপরও পড়ে: সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপরও পড়ে। কারণ একটি সরকার তখনই পুরোপুরি ব্যর্থ হয়, যখন জনগণও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবার জনগণকেই এগিয়ে আসতে হবে।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় একদিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজওয়ানা হাসান আরও বলেন, মানুষ এখন আর অন্যায় মুখ বুজে মেনে নিচ্ছে না। আগে আমরা ভাবতাম, জনগণ সংগঠিত নয়, তাই আমরা অন্যায় করে পার পেয়ে যাব। কিন্তু এখন দেখা যাচ্ছে, নানা জায়গায় মানুষ সংগঠিত হয়ে প্রতিবাদ করছে। অপশাসনের বিরুদ্ধে এখন জনগণ সোচ্চার।

পরিবেশ উপদেষ্টা বলেন, একটি দেশ ৫৩ বছর একভাবে চলে এসেছে, দেড়-দুই বছরে তো সব কিছু বদলাবে না। কিন্তু পরিবর্তনের আলামত স্পষ্ট। আর সেই পরিবর্তন এককভাবে নয়, সম্মিলিত চেষ্টায় এগোতে হবে।

পরিবেশ ও নদী দখল পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বুড়িগঙ্গা নদীর নিচে স্তরে স্তরে পলিথিন জমে আছে। তুলবো কেমন করে, কোথায় রাখবো—এসব না ভেবে তো হাত দেওয়া যাচ্ছে না।’ এতদিন কাজ শুরু না হওয়ার কারণ, পরিবেশ অধিদপ্তরে মাত্র চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এ দিয়ে কি সারা দেশের নদী রক্ষা সম্ভব?

তিনি আরও বলেন, কর্ণপাড়া খাল ও তুরাগ নদী রক্ষায় সরকারের পরিকল্পনা চূড়ান্ত। একইভাবে আমিনবাজারের বর্জ্য ব্যবস্থাপনা ও ট্যানারি দূষণ নিয়েও চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। পরিবেশ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই রাষ্ট্রে শুধু সরকার বা একটি দপ্তর দায়িত্ব নিলে হবে না। পরিবর্তন আনতে হলে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

এছাড়া, ক্ষতিকর পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘যত্রতত্র বর্জ্য পোড়ানো যাবে না।’ শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের হর্ন বাজানো থেকে বিরত থাকার অনুরোধও জানান উপদেষ্টা।

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।

আফরোজা

×