ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইমিগ্রেশন পুলিশের হাতে আটক তিতাসের জহির হত্যা মামলার আসামি ডালিম

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২১:০৩, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২১:০৫, ১২ জুলাই ২০২৫

ইমিগ্রেশন পুলিশের হাতে আটক তিতাসের জহির হত্যা মামলার আসামি ডালিম

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিম বিদেশ পালানোর চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছে বলে জানা গেছে৷

শনিবার(১২জুলাই)দুপুরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তিতাস থানা পুলিশকে অবহিত করেন। ডালিম কুমিল্লার তিতাস উপজেলা মানিককান্দি গ্রামের আনোয়ার হোসেন ছেলে৷

এলাকাবাসী জানান, জহির হত্যা মামলা থেকে বাঁচতে পাসপোর্টে ডালিম তার পিতার প্রকৃত নাম ‘আনোয়ার হোসেন’ এর পরিবর্তে ‘আমির হোসেন’ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে তা তৈরি করেন। এবং গ্রেফতার এড়াতে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ডালিমের আটকের বিষয়টি নিশ্চিত করেন, তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ৷

তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি)শহীদ উল্যাহ জানান,আটক ডালিম উপজেলা মানিককান্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু মোল্লার ছেলে জহির হত্যা মামলার পলাতক আসামি।তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।তার পিতার নাম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় বিমানবন্দর থানা পুলিশ যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন।আটক ডালিমকে আইনি প্রক্রিয়া শেষে তিতাস থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর, প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ডালিম পলাতক ছিলেন।

শহীদ

×