
পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে শনিবার (১২ জুলাই) বিকেলে এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দলে চাঁদাবাজ, খুনি কিংবা দুর্নীতিপরায়ণদের কোনো স্থান নেই। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে দলীয়ভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজিত, এসময় উপস্থিত ছিলেন- ৭০ পাবনা-৩ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
আযম খান আরো বলেন, তারেক রহমান পাবনা-৩ আসনের মানুষের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা হলো—হাসান জাফির তুহিন। ছাত্রজীবনে অসংখ্য নেতৃত্যের অভিজ্ঞতা রয়েছে তার। আজ তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি একজন জনসেবক হিসেবে।
অনুষ্ঠানে হাসান জাফির তুহিন বলেন, “দলের সিদ্ধান্তে আমি ধানের শীষ নিয়ে মাঠে নেমেছি। এখানে আমার কোনো আত্মীয় নেই। আপনারাই আমার পরিবার। আগামী নির্বাচনে এক পতাকার নিচে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।” তিনি কর্মীদের প্রতি অনুরোধ জানান, ব্যক্তিগত অভিমান ভুলে দলের জন্য একসঙ্গে কাজ করার।
বিকাল থেকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় বালুচর মাঠে। ব্যানার-ফেস্টুন আর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ ও শহর।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ইমরান