
ছবি: জনকণ্ঠ
পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম ইনজামুল হক জসিমকে পুলিশ গ্রেফতার করেছেন। তিনি পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান। শনিবার রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে আটক করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে তার গ্রেফতারের ভিডিও ও ছবি পোস্ট করে লেখেন “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে। আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দিবো না।” এর মধ্যে শনিবার রাতে ২ নাম্বার গেইট এলাকায় চেয়ারম্যান জসিমকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান ইনজামুল জসিম গ্রেফতারের বিষয়টি পটিয়া থানা পুলিশ অবগত নেন বলে জানান।
তবে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা মানুষের কাছ থেকে গ্রেফতারের বিষয়টি শুনেছেন বলে জানান।
শহীদ