ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অভিযানের তথ্য ফাঁস করায় পুলিশ কনস্টেবল ক্লোজড

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:০০, ১৩ জুলাই ২০২৫

অভিযানের তথ্য ফাঁস করায় পুলিশ কনস্টেবল ক্লোজড

ছবি: জনকণ্ঠ

মাদকবিরোধী অভিযানের পূর্বেই মাদক ব্যবসায়ীদের কাছে তথ্য ফাঁস করার অভিযোগে ফারুক হোসেন নামের এক ডিবি পুলিশের কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার সুশান্ত সরকার পিপিএম সেবা বলেন, মাদক বিরোধী অভিযানের তথ্য ফাঁস করার অভিযোগ ওঠায় মহানগর ডিবি পুলিশের কনস্টেবল ফারুক হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে পরবর্তীতে ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রমতে, গত ১০ জুলাই দুপুরে কোতয়ালী মডেল থানা ও মহানগর ডিবি পুলিশ যৌথভাবে নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক কলোনীতে দেড় ঘণ্টাব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে একজন মাদক বিক্রেতাকে আটক করা হলেও কোনো ধরনের মাদক উদ্ধার করা সম্ভব হয়নি। 

অভিযানে আটক মাদক ব্যবসায়ী রুবেল ওই এলাকার আবুল খায়ের ও চিহ্নিত নারী মাদক বিক্রেতা পারুল বেগমের ছেলে।

অভিযোগ উঠেছে, অভিযানে আসার পূর্বেই ওই এলাকার নারী মাদক বিক্রেতা নাজমা বেগমের কাছে ডিবি পুলিশের কনস্টেবল ফারুক হোসেন অভিযানের বিষয়টি ফোন করে জানিয়ে দেয়। ফোন পাওয়ার সাথে সাথে চায়ের দোকানে অবস্থানরত নাজমা বেগম সকলকে বিষয়টি অবহিত করে সটকে পরেন।

ফলে সকল মাদক বিক্রেতারা তাদের মাদকদ্রব্য নিরাপদে সরিয়ে নিজেরা স্থান ত্যাগ করায় অভিযান ব্যর্থ হয়। ডিবি পুলিশের কনস্টেবল ফারুক হোসেনের এ তথ্য ফাঁসের বিষয়টি সর্বত্র জানাজানি হওয়ার পর বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরবর্তীতে তাকে (ফারুক) ক্লোজড করা হয়েছে।

শহীদ

×