ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ

বাংলাদেশ বিভাগের সব খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব উদযাপিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব উদযাপিত

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে উদযাপিত হলো দুদিন ব্যাপী শরৎ উৎসব। বুধবার এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।  এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ফিতা কেটে শরৎ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক ও সিআইআরর ডিরেক্টর প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত ম-লসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিমানবন্দর থেকে আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

বিমানবন্দর থেকে আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মাসেদুল হক জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ছেলে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন। তিনি জানান, জেলা আওয়ামী লীগ নেতা সন্ধ্যায় একটি বেসরকারি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে র‌্যাব-১৫ এর একটি টিম তাকে আটক করে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোন মামলায় আটক করা হয়েছে সেটি পরিষ্কার করেনি র‍্যাব। কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিয়াদ মণি জানান, কক্সবাজারে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রাশেদ নিজেই জড়িত ছিলেন।আমরা তার সবোচ্চ শাস্তি চাই।

চারদিন বন্ধ থাকার পর হিলি দিয়ে ভারত থেকে এলো কম শুল্কের পেঁয়াজ

চারদিন বন্ধ থাকার পর হিলি দিয়ে ভারত থেকে এলো কম শুল্কের পেঁয়াজ

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রপ্তানিতে শুল্কহার ৪০ থেকে কমিয়ে ২০ করার বিষয়টি আপডেট করা হয়। এর পর থেকে ভারতীয় কাস্টমসে পেঁয়াজ রপ্তানির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। পরে টেন্ডার  প্রক্রিয়া ও শুল্ক প্রদান শেষে বিকেল সাড়ে ৫টা থেকে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আসে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ বলেন, গত শুক্রবার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক ৪০ থেকে কমিয়ে ২০ ভাগ করে ভারত। একইসঙ্গে পেঁয়াজের রপ্তানি মূল্য ৫৫০ ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার করে। এর পর আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগের বাড়তি মূল্যে করা এলসিগুলো সংশোধন করাসহ সব প্রস্তুতি নেই। কিন্তু শুল্ক কমানোর বিষয়টি ভারতীয় কাস্টমসের সার্ভারে আপডেট করা হয়নি, যার কারণে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু করতে পারিনি। 

সংবিধান সংশোধন করবে নির্বাচিত পার্লামেন্ট

সংবিধান সংশোধন করবে নির্বাচিত পার্লামেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের পরামর্শ দিতে পারেন। কিন্তু সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট। তাই অতিশীঘ্রই নির্বাচনমুখী সংস্কার সাধন করে গণতান্ত্রিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।  মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আলমাস মোড়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা ও  সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। শোভাযাত্রা শুরুর আগে আলমাস মোড়ে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা। শোভাযাত্রায় নগর, জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের সকল জেলার নেতাকর্মীরা অংশ নেন।

রাজনৈতিক দল গড়ার কোনো ইচ্ছা আমাদের নেই

রাজনৈতিক দল গড়ার কোনো ইচ্ছা আমাদের নেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে, অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে। এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি- এখনই কোনো রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই।’ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।  আসিফ মাহমুদ বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সবারই পেশাগত জীবন আছে, সবাই সেখানে ফিরে যেতে চায়। কিন্তু দেশের মানুষ একটা অভুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে, সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।’ তবে সংষ্কারের আগে নির্বাচন নয়, বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘যে সংষ্কারের কথা আমরা বলছি সেটা ছিল এক দফারই অংশ। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে; কিন্তু এক দফার যে মূল অংশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ- সেই ব্যবস্থার বিলোপের জন্য যে সংষ্কারগুলো অত্যাবশকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে।

বেরোবিতে ভিসি দাবিতে মহাসড়ক অবরোধ

বেরোবিতে ভিসি দাবিতে মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুরের মর্ডান মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক থেকে মিছিল নিয়ে মর্ডান মোড়ে আসেন শিক্ষার্থীরা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ক্লাস শুরু না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি। ক্যাম্পাস সেশন জট সবেমাত্র মুক্ত হলেও আবারও নতুন করে সেশন জট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হোক। বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদ হোসেন বলেন, ড. ইউনূস স্যার রংপুরকে সবদিক থেকে এক নম্বর জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কিন্তু সে রংপুরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন থেকে আমাদের ক্যাম্পাসে ভিসি না থাকায় আমরা ক্লাস করতে পারছি না। ইউনূস সরকারের কাছে দ্রুত এর সমাধান চাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য আবু সাঈদ লিয়ন ও তারিকুল ইসলাম।