ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ইবির শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি,টর্চলাইট মিছিল ছাত্রশিবিরের

আজাহারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩:০৫, ১৮ জুলাই ২০২৫

ইবির শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি,টর্চলাইট মিছিল ছাত্রশিবিরের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ জুলাই) রাত সোয়া ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের ছাত্রীহল সংলগ্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় তারা নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসিকতা, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান।

মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পরলে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’, ‘শতভাগ আবাসন, নিশ্চিত করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়।

মিছিলে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি সহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা আজ একত্রিত হয়েছি আমার ভাই সাজিদের বিচারের দাবিতে। সাজিদকে নিয়ে কোনো রাজনীতির আশ্রয় নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য প্রশাসনকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে হবে। এতে দেরি হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়কে অতিসত্বর সম্পূর্ণ সিসিটিভি ও লাইটিং এর আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি আরও বলেন, ‘ আপনাদের ফান্ড না থাকলে আমাদের বলুন। দরকার হলে ভিক্ষা করে আপনাদের ফান্ড ব্যবস্থা করবো। প্রশাসককে জানাতে চাই, আপনারা নিজের হ্যাডম দেখিয়ে এখানে আসেননি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এখানে এসেছেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে না পারলে প্রশাসনকে টিকতে দেওয়া যাবে না। নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আরেকটি জুলাই গড়ে তুলবো।

Jahan

×