ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অন্যের স্ত্রীর সাথে ধরা: এসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:০৯, ১৯ জুলাই ২০২৫

অন্যের স্ত্রীর সাথে ধরা: এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুড়তে গিয়ে হাতে-নাতে ধরা পরেন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে শুক্রবার দিবাগত রাতে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজুমল নিশাত বলেন, নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া বিষয়টি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এরআগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনাগুলো ধামাচাঁপা দিতে সক্ষম হন। তবে এবারের ঘটনা ধামাচাঁপা দিতে চাইলেও বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অবহিত থাকায় এসআই মাহবুব হোসেন শিমুলের আর শেষ রক্ষা হয়নি।

রাজু

×