
গত বছরের এই দিনে উত্তরা এলাকায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন টঙ্গি সরকারি কলেজের ছাত্র শেখ ফাহমিন জাফর। উত্তরার প্রথম পাঁচ শহীদের অন্যতম এই তরুণের মৃত্যুতে সে সময় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
সিড়িতে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল আধ ঘন্টার ও বেশি সময়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলেছিল "গুলি লাগার সাথে সাথে নিয়ে আসলে চেষ্টা করতাম। এখন তো দেরি হয়ে গেল, অনেক রক্ত ঝরে গেছে"।
ডাক্তার ওর জন্য অনেক আফসোস করেছিলো। স্কুল ড্রেস পড়া ছেলেটা, ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তারদের খুব মায়া হচ্ছিলো ওর জন্য।
উত্তরা পূর্ব থানার বিপরীত দিকে এবি টাওয়ার সামনে এসে পুলিশ কাছ থেকে গুলি করে, সবাই ছড়িয়ে গেলে তার দেহ পরে থাকে অনেকক্ষণ। পুলিশের মায়া হয় নাই, উল্টো কাউকে বের হতে দিচ্ছিলো না যারা সিড়িতে আশ্রয় নিয়েছিলো।
১৮ জুলাই উত্তরার প্রথম পাঁচজন শহীদের একজন শেখ ফাহমিন জাফর।
'স্বৈরাচার পতনের আন্দোলনে গিয়ে আমার মৃত্যু হলে খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত তোমরা আমার লাশ ঘরে আনবে না।'
"আমি গেলাম" এই কথা বলে বের হয়েছিলো ফাহমিন জাফর।
জুলাই বিপ্লবের শহীদ টঙ্গি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহমিন জাফরের।
Jahan