ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ওপারে ভালো থাকিস ভাই, তোদের রক্ত বৃথা যেতে দিইনি, দেব না ইনশাআল্লাহ: নাফসিন মেহেনাজ

প্রকাশিত: ১৪:২০, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২৮, ১৮ জুলাই ২০২৫

ওপারে ভালো থাকিস ভাই, তোদের রক্ত বৃথা যেতে দিইনি, দেব না ইনশাআল্লাহ: নাফসিন মেহেনাজ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এর এক বছর পূর্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নাফসিন মেহেনাজ আজিরিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেন সেই বেদনাবিধুর দিনের কথা, যেদিন শহীদ হন আন্দোলনকারী শিক্ষার্থী জিল্লুর রহমান।

ফেসবুক টাইমলাইনে আবেগঘন ভাষায় নাফসিন লেখেন:
“মনে আছে সেইদিনের কথা? ১৮ জুলাই, যখন আমাদের ভাই জিল্লুর শহীদ হল, আমি ব্র্যাকের উপরতলা থেকে দেখছিলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চোখের সামনে সব ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলাম -
‘জালিমের বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে!’”

তিনি আরও লেখেন, “ওপারে ভালো থাকিস ভাই… তোদের রক্ত বৃথা যেতে দিইনি, দেব না (In Sha Allah)।”

 

 

জানা যায়, ১৮ জুলাই ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের এক উত্তপ্ত মুহূর্তে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা কলেজের ছাত্র জিল্লুর রহমান। সে দিনের ঘটনাপ্রবাহে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে আসে। আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে, যা ইতিহাসে স্থান করে নেয় ‘জুলাই বিপ্লব’ নামে।

 

সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেখানে নিজেদের স্মৃতি, ছবি ও বার্তা যুক্ত করে শহীদ জিল্লুর ও ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
 

ছামিয়া

×