ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আনোয়ারায় তিন কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:২৫, ১৮ জুলাই ২০২৫

আনোয়ারায় তিন কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র‍্যাব-৭ এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক কারবারি মোঃ আনোয়ার মাঝির বাড়ির বারান্দার খাটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মনোয়ারা বেগম (৪৩) নামে একজনকে আটক করা হয়। তিনি পলাতক আনোয়ার মাঝির স্ত্রী। বাকিদের মধ্যে পলাতক রয়েছেন মোঃ আনোয়ার মাঝি (৫০) ও তার ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করেছেন যে, তিনি স্বামী ও ছেলের সহায়তায় মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৭) আটককৃত নারীকে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করছি। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাকিব

×