
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইরান ও মিসর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি এই বিষয়ে আলোচনা করেন।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের যুদ্ধোন্মাদ ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সিরিয়ায় চলমান সাম্প্রতিক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরায়েলি বাহিনীর সিরিয়া ও লেবাননে হামলা এবং গাজায় অব্যাহত গণহত্যা নিয়ে তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “ইসরায়েলি শাসকগোষ্ঠীর সম্প্রসারণবাদী ও যুদ্ধবাজ নীতি গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই এই হুমকি মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি।”
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি তার দেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় সকল সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশটিকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইমরান