ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সঞ্চয়ে চমক! কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ, জেনে নিন

প্রকাশিত: ১৬:২০, ১৭ জুলাই ২০২৫

সঞ্চয়ে চমক! কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ, জেনে নিন

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের কয়েকটি নতুন ব্যাংক। গ্রাহকদের আকর্ষণে এগুলো বেশ উদারভাবে আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণ করছে।
মিডল্যান্ড, মেঘনা, পদ্মা, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, এনআরবি, এনআরবিসি, সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক—এই ব্যাংকগুলো সঞ্চয় এবং মেয়াদি আমানতে ২% থেকে শুরু করে সর্বোচ্চ ১৩% পর্যন্ত সুদ দিচ্ছে। সাধারণ সঞ্চয়ে ২% থেকে ৮% এবং মেয়াদি আমানতে ৪% থেকে ১২%-এর মধ্যে সুদ পাওয়া যাচ্ছে, যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি।

 

 


সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক, যেখানে তিন মাস থেকে ছয় মাস মেয়াদি আমানতে ৫% থেকে ১০.৫০% এবং ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য ৬.৫০% থেকে ১০.৭৫% পর্যন্ত সুদ নির্ধারিত রয়েছে। তিন বছরের বেশি মেয়াদি আমানতে ব্যাংকটি ১২% থেকে ১৩.৪৬% পর্যন্ত সুদ দিচ্ছে।
এসবিএসি ব্যাংক তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৫% থেকে ১২% সুদ। এনআরবিসি, বেঙ্গল, সিটিজেন, মেঘনা ও গ্লোবাল ইসলামী ব্যাংক তিন মাস থেকে তিন বছর মেয়াদে ৯.৭৫% থেকে ১১.২৫% পর্যন্ত সুদ প্রদান করছে।
এবি ব্যাংক কিছু মেয়াদি স্কিমে ১২% পর্যন্ত সুদের ঘোষণা দিয়েছে। এছাড়া ব্র্যাক, ঢাকা, কমার্স, আইএফআইসি, আইসিবি, মার্কেন্টাইল, প্রিমিয়ার, উত্তরা ও ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের ৭% থেকে ১১% পর্যন্ত সুদ প্রদান করছে।

 


ব্যাংকগুলোর এই সুদ নীতিতে স্পষ্ট হচ্ছে, আমানত সংগ্রহে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। তবে গ্রাহকদের জন্য এটি হতে পারে লাভজনক সঞ্চয়ের সুযোগ।

ছামিয়া

×